মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

Estimated read time 1 min read


নভেম্বর,১৮,২০২৪

নিজস্ব প্রতিবেদক

সোমবার ১৮ নভেম্বর মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টংগিবাড়ি উপজেলার টংগিবাড়ি বাজার এলাকায় বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন মুদি দোকানসমূহে।

টংগিবাড়ি বাজারের ব্যবসায়ীদেরকে পণ্যসামগ্রীর ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করবার নির্দেশ দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্যসামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করতে নিষেধ করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ

এসময় বোতলজাত সয়াবিন তেল এমআরপি অপেক্ষা অধিক দামে বিক্রি করায় দেওয়ান স্টোর কে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করায় সমীর স্টোর কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author