মুন্সীগঞ্জে সালফিউরিক এসিড বিক্রি-ট্রাকসহ তিনজন আটক করেছে ডিবি পুলিশ

Estimated read time 1 min read


মে,২৫,২০২৪


বিবিসি সংবাদ ডেস্ক:


“মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের হাতে অবৈধভাবে সালফিউরিক এসিড বিক্রি এবং মজুদ করার সময় ট্রাকসহ তিনজন আটক”

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্) মোহাম্মদ বদিউজ্জামান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মহোদয়ের নেতৃত্বে।

এসআই (নি:) মো. রফিক বিপিএম এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ২৪-০৫-২০২৪ইং তারিখ রাত্র ০১.০৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন বেতকা চৌরাস্তার মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের সূত্রে, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন উত্তর বেতকা সাকিনস্থ পলাতক আসামী আমান শেখ (৫০) এর নিবিড় ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে অবৈধ ভাবে সালফিউরিক এসিড বিক্রয় এবং মজুদ করার সময় তিনজনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

এসময় ট্রাক থেকে ২০০টি নীল ড্রামে ভর্তি সালফিউরিক এসিড যাহার প্রতিটি ড্রামে ৫০ লিটার করিয়া (২০০×৫০)=১০,০০০ লিটার সালফিউরিক এসিড যাহার আনুমানিক মূল্য ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা মাত্র।

আটককৃত আসামীরা হলেন, শ্রীনগর উপজেলার শিমুলপাড়া গ্রামের সাহিদ শেখ (২৪), টংগীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের সাগর শেখ (২৬), ভোলা জেলার তজুমুদ্দিনের মো. মিঠু (৩০) ও অপর এক আসামী পলাতক আছে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author