মুন্সীগঞ্জ জেলা কারাগারের পি আই ও সদস্য সেলিম মোল্লার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

Estimated read time 1 min read

নভেম্বর,২১,২০২৪

নিজস্ব প্রতিবেদক


মুন্সীগঞ্জ জেলা কারাগারে নিযুক্ত কারারক্ষি ( পি আইও) সদস্য মেলিম মোল্লা কারারক্ষি নং ১৩৪৭৪ এর বিরুদ্ধে ইতিমধ্যে নানা অনিয়মের অভিযোগ ওঠেছে।


কারাগার থেকে সদ্য জামিনপ্রাপ্ত বন্দিরা জানান,ঐ অসাধু কারারক্ষি সে বাংলাদেশ কারাগার জেল অধিদপ্তরের আইজিপি মহোদয়ের ক্ষমতা ব্যবহার করে তাদের কাছ থেকে নানা কৌশলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন।
সরেজমিনে জানাযায়, সদ্য জেলা কারাগার থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত লৌহজং উপজেলার এ্ক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর পি আই ও সদস্য কারারক্ষি সেলিম মোল্লা তাকে কৌশলে একটি কক্ষে নিয়ে বসিয়ে তার মুটোফোন দিয়ে উক্ত বন্দির স্ত্রীর সঙ্গে কথা বলে ১ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

একই অভিনব কায়দায় আরো জামিনে মুক্তি প্রাপ্ত বন্দিদের দেওয়া তথ্য নিন্মরুপ: শ্রীনগর উপজেলার চাঁন মিয়ার ছেলে বন্দি হাসেম খা বলেন তাকে হত্যা মামলার ভয় দেখিয়ে জামিনের আগে কৌশলে তার স্ত্রীর কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। গজারিয়া থানার মনির হোসেনের ছেলে বন্দি লালু মিয়াকে জামিন করিয়ে দিবে বলে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলার দুলু মিয়ার ছেলে বন্দি মুন্নাকে ঝেল খানার ভিতরে হাসপাতালে সিট দিবে বলে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। সিরাজদীখান উপজেলার রহিম মৃধার ছেলে বন্দি শাহ আলমকে জেল খানার ভিতরে হাসপাতালে ভালো সিট দিবে থাকার জন্য একথা বলে তার স্ত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। গজারিয়া থানার মনিরের ছেলে বন্দি ইয়াসিনকে জেল খানার ভিতরে ভালো স্থানে রাখার কথা বলে তার স্ত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

সে এখানেই ক্লান্ত নেই এই পি আই ও গত আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব কাটিয়ে ২০১৩-১৪ সালে জেল সুপার দুলাল কর্মকারকে মিথ্যা অপবাদ দিয়ে নানাভাবে হয়রানী করার অভিযোগ রয়েছে। বর্তমানে সে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার ও সুপার কাউকে তোয়াক্কা না নিজের মনগড়াভাবে বন্দিদের নানা হয়রানীসহ অবৈধ অর্থ উপার্জনে লিপ্ত রয়েছেন শুধুমাত্র আইজিপির ক্ষমতার প্রভাব কাটিয়ে।


তথ্যমতে জানাযায়,সে তথ্য গোপন করে ,তার স্থায়ী টিকানা ফরিদপুর জেলার নগরকান্দা থানার বাসিন্দা ,তার বাবার নাম মো: মিজানুর রহমান। তিনি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার দীলপাড়া গ্রাম এর ঠিকানায় দিয়ে চাকুরীতে যোগদান করেন। এখানেও তিনি তথ্য গোপন করে ভুয়া ঠিকানা দিয়ে গত ১৮ -০১- ১৯৮৯ইং তারিখে চাকুরিতে যোগদান করেন।

সুষ্ট তদন্তক্রমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে কারা মহাপরিদর্শকের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author