মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের উদ্দ্যেগে পথচারীদের জন্য বিশুদ্ধ পানির খাওয়ার ব্যবস্থা

Estimated read time 1 min read


এপ্রিল,২৫,২০২৪


বিবিসি সংবাদ ডেস্ক:

তাপদাহ মোকাবেলায় সচেতনামূলক মাইকিং ও পথচারীদের জন্য বিশুদ্ধ পানির খাওয়ার ব্যবস্থা করেছেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র,চৌধুরী ফাহরিয়া আফরিন।

বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে সারাদেশ। তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রির মাঝে ওঠানামা করছে। সারাদেশ জুড়ে প্রচন্ড তাপদাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর সূর্যের খরতাপের তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে।

বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাত্যহিক কর্মকান্ড। অফিস আদালত, স্কুল কলেজ, হাসপাতাল, নির্মাণ কাজ সবকিছুই চরমভাবে বিঘ্নিত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশা চালক,পথ শিশু, হকার, ফেরিওয়ালাদের জীবনে যেন এই খরদাহ প্রাণ নাশী হুমকি হয়ে নেমে এসেছে।

মুন্সীগঞ্জ পৌরসভার জনসাধারণের কথা বিবেচনা করে জন সচেতনামূলক মাইকিং ও পথচারীদের পানি শূন্যতার রোদে বিশুদ্ধ পানির খাওয়ার ব্যবস্থা করেছেন,মুন্সীগঞ্জ পৌরসভারে মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author