“মুন্সীগঞ্জ সদরের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন”

Estimated read time 1 min read


জুন,০৪,২০২৪


বিবিসি সংবাদ ডেস্ক:


গত ০৩ জুন মুন্সীগঞ্জ সদর থানাধীন বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামের কাজীবাড়ী এলাকায় ঝর্ণা বেগম (৪২) কে রাতে তার বসত বাড়ীর দক্ষিণ দুয়ারী টিন কাঠের তৈরি দোচালা ঘরের দক্ষিণ পাশের দরজার সামনে ঘরের বাহিরে ফাঁকা জায়গায় ধারালো অস্ত্রের দ্বারা গলায় আড়াআড়িভাবে কেটে (জবাই করে) হত্যা করা হয়। তার ছেলে মো. রাব্বি মোল্লা মালয়েশিয়া প্রবাসী। সে দেশে এসে অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে আমার মা ঝর্না বেগম (৪২) কে হত্যা করা হয় বলে অভিযোগ দায়ের করেন।


অভিযোগের প্রক্ষিতে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই শিমুল শেখ ও এসআই মো. ইয়াসিন এই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে গত ০১/০৬/২০২৪ইং তারিখে মুন্সীগঞ্জ সদর থানাধীন বজ্রযোগীনি ইউনিয়নের গুহপাড়া গ্রামের আমির সরকারের ছেলে জাহিদ হাসান তানভীর (২১) কে গ্রেফতার করে। গতকাল ০২/০৬/২০২৪ তারিখে আটককৃত আসামী জাহিদ হাসান ১৬৪ ধারাতে কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দিতে সত্যতা শিকার করেন।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author