আগস্ট ৩, ২০২৪,
নিজস্ব প্রতিবেদক
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মোবাইল ইন্টারনেটে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-মেসেঞ্জার।
শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে মোবাইল ডেটা ব্যবহার করে চালানো যাচ্ছে ফেসবুক-মেসেঞ্জার।
চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।
অন্যদিকে, শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের বিচার চেয়ে গণমিছিল কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি সামনে রেখে আজ দুপুর ১২টার পর থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক, মেসেঞ্জার ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
www.bbcsangbad24.com