শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে শহীদ মিনারে মুক্তিযোদ্ধারাও অংশ নেয়

Estimated read time 1 min read

আগস্ট ৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি জড়ো হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারাও।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে একত্রিত হতে দেখা যায় তাদের।

এদিন বিকেল ৩টায় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর দেড়টার পরপরই তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভে অংশ নিতে শুরু করেন। বিকেল সাড়ে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শহীদ মিনারের মূল বেদি এবং সংলগ্ন সড়ক শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে কাঁপছে।

এসময় তারা ‘শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। ছাত্র ও অভিভাবকদের পাশাপাশি বিক্ষোভ সমাবেশে ‘৭১’র রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ব্যানারে মুক্তিযোদ্ধারা অংশ নেন।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author