শেষ হলো ইলিশ ধরার নিষেধাজ্ঞা, মাছ ধরতে প্রস্তুত জেলেরা

Estimated read time 1 min read

নভেম্বর ৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা আজ রোববার রাত ১২টায় শেষ হয়েছে। এতে মধ্যরাত থেকেই দেশের জেলেরা দেশজুড়ে আবার ইলিশ মাছ ধরতে পারবেন।

মাছ কেনার প্রস্তুতি নিচ্ছেন মৎস্যঘাটগুলোর আড়তদাররাও।

দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা উৎসবমুখর পরিবেশে বিনা বাধায় মাছ ধরতে নদী-সাগরে যেতে সবধরনের প্রস্তুতি নিয়েছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি জানিয়েছে, পরিবেশ অনেকটাই অনুকূলে থাকায় শুরুতেই কক্সবাজারের লক্ষাধিক জেলে গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেবে।

জেলে ও ট্রলার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা ২২ দিন বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধ থাকার পর আজ থেকে উপকূলীয় জেলেদের মাঝে বেড়েছে কর্ম ব্যস্ততা। 
এদিকে ভোলার বিভিন্ন মাছঘাট এলাকায় গিয়ে জেলেদের মাছ ধরার প্রস্তুতি নিতে দেখা যায়। সরেজমিনে জেলেদের কাউকে নৌকা মেরামত করতে ও কাউকে জাল ঠিক করার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।

ভোলার তুলাতুলি ঘাটের জেলে ইউছুফ জানান, ২২দিন সরকারি নিষেধাজ্ঞা থাকায় আমরা নদীতে যাইনি। এখন অভিযান শেষে হচ্ছে। তাই জাল-নৌকা নিয়ে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছি।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author