ফেব্রুয়ারী,০৪.২০২৪
“ নাজনীন নাহার”
সময় আসে,
সময় আসবে;
কিছু সময় রয়ে যায়, সয়ে যায় সময়ের আবাহনে।
এটাকে বাস্তবতা বলে,
বলে তুমি প্রাণে বাঁচো;
বলে তুমি আশা রাখো।
বলে হবে,
সব হবে।
সময়ের ঘা সময়ের মলম সারিয়ে দেবে।
বলে,
সময় আছে।
সময় থাকে,
সময়ের দান, দয়া, দাক্ষিণ্য, শোধ এবং প্রেম;
সময় তার পূর্ণ দায়িত্ব ও মনোযোগে পরিশোধ করে।
আমরাই সময়কে সঠিকভাবে সময় দেই না,
সময়কে সুচারুরূপে অনুভব করি না।
পূর্ণ বিশ্বাসে সময়ের কাছে খুশিমনে সবকিছু ছাড়তে পারি না,
পূর্ণমনে, ধ্যানে ও জ্ঞানে সচেতনভাবে সময়কে ভালোবাসি না।
হেলায়, খেলায়, মোহে ও কামে,
সময়ের শোধ, বোধ, বিধান ভুলে যাই আনমনে!
সময় চলমান,
সময় বহমান;
সময়ের স্রোতে তাই বদলায় জীবনের অবকাঠামো বারংবার।
তবুও সময় ফিরে আসে সময়ের হাত ধরে,
সময় আসবে।
সময়কে আসতেই হয়,
সময় আসে।
সময়ের দাসত্ব করা মানুষের মস্তিষ্কেই সময় বাঁচে,
সময় সাজে তার নিজস্ব আবহাওয়ায়!
সময় বাঁচে মানুষের জীবন বাস্তবতায়।
www.bbcsangbad24.com