সারদা পুলিশ একাডেমি থেকে ১৬ রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছে

Estimated read time 1 min read

জুন ২৪,২০২৪

রাজশাহী প্রতিনিধি

সারাদেশে আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এবার খবর এলো রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ১৬টি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ জুন) একাডেমি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

সোমবার (২৪ জুন) সকালে একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন জেলার লোকালয়ে এই সাপ দেখা যাচ্ছে, যা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার সকাল থেকে দুই দফায় রাসেলস ভাইপার সাপের বাচ্চাগুলো জনসমক্ষে বের হয়ে আসে। প্রথমে সকাল ১০টার দিকে ৯টি সাপের বাচ্চা বের হয়। এরপর দ্বিতীয় দফায় ৭টি সাপের বাচ্চা দেখা যায়।

মাবুদ দুলাল আরও বলেন, “সাপগুলো পুলিশ একাডেমির ভেতরেই ছিল। এর মধ্যে বেশ কয়েকটি সাপ মেরে ফেলা হয়েছে। বাকি কয়েকটি সাপ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author