সোনালী ব্যাংকের কর্মকর্তা ও আনসার সদস্যকে গুলি করে টাকা লুট

Estimated read time 1 min read

সেপ্টেম্বর,৩০,২০২৪

গাজিপুর প্রতিনিধি


গাজীপুরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে এবং গুলি করে টাকা লুটের ঘটনা ঘটেছে। গাজীপুর সদরের স্টেডিয়ামের কাছাকাছি সড়কে এ ঘটনা ঘটে। আহত চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে, সোনালী ব্যাংক পিএলসি উপ-শাখা’র ব্যাংকিং লেনদেন শেষ করে, গাজীপুর কোর্ট বিল্ডিং এর মূল শাখায় ফেরার সময় রবিবার (২৯ সেপ্টম্বর) পৌনে ৫ টার দিকে  রথখোলা নামক স্থানে পৌঁচলে ৫-৬ টি মোটরসাইকেল দিয়ে ছিন্তাইকারীরা ব্যাংকের গাড়ি আটকিয়ে ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে উপশাখার ইনচার্জ আতিকা পারভীন, ক্যাশিয়ার ফারজানা শিমু ও আনসার সদস্য রাজু এবং আল-আমিনকে আহত করে ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় আহত উপশাখার ইনচার্জ ও ক্যাশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক গাজী শহিদুজ্জামান বলেন, এবিষয়ে মামলার প্রস্থতি চলছে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author