হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো শাটল বাস

Estimated read time 1 min read

জুন ২৬,২০২৪

নিজস্ব প্রতিবেদক

বিদেশফেরত যাত্রীদের সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশন (বিআরটিসি)। প্রাথমিক ভাবে দুটি বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত দুটি বাস চলাচল করবে।

বুধবার (২৬ জুন) বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বাস দুটি বিমানবন্দর টার্মিনাল-২ থেকে বিমানবন্দর গোলচত্বর, উত্তরা জসীমউদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন, বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে আবার বিমানবন্দর গোলচত্বর ও বিমানবন্দর টার্মিনাল-২ এ পৌঁছাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বিমানবন্দর থেকে দুটি বাস উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত চলাচল করবে। এতে যাত্রীদের পরিবহন ভোগান্তি কমবে।

বিআরটিসির কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এ বাসে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনে সক্ষম। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বাসে ওঠা ও নামার বিশেষ ব্যবস্থা রয়েছে। গাজীপুরে অবস্থিত সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি বাস দুটি প্রস্তুত করেছে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author