জানুয়ারী,১৮,২০২১
আরাফাত দেওয়ান,মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা নির্বাচনে ৬ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৫ টা পর্যন্ত মেয়র পদে ৬ জন প্রার্থী জেলা রির্টানিং অফিসারের নিকট জমা দিয়েছেন।
এ পৌরসভায় ৭ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। মেয়র পদে শামসুর রহমান মনোনয়ন পত্র জমা দেননি।
এই ৬ জন মেয়র প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী আব্দুস সালাম, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান, মিরকাদিম পৌরসভার বর্তমান মেয়র শহীদুল ইসলাম শাহীন, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, স্বতন্ত্র প্রার্থী মনসুর আহমেদ কালাম ও মনিরুজ্জামান শরীফ।
বিকেল ৩ টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী আব্দুস সালাম জেলা রির্টানিং অফিসার মো. আরিফুল হকের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, আব্দুল জলিল মাদবর, হাজী আব্দুল মালেক,আনোয়ার হোসেন মুক্তার ও হাজী ফয়েজ মাদবর।
বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান দুপুর ২ টার দিকে মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, মিরকাদিম পৌর যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম জাদু ও মিরকাদিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান বকুল।
এদিকে জেলা রির্টানিং অফিসার মো. আরিফুল হক বলেন ৬ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন। পক্ষান্তরে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী কাউন্সিলর হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
www.bbcsangbad24.com