জানুয়ারি ২১, ২০২১,
মানিকগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে উঠার সময় ব্যারিস্টার দম্পতিসহ একটি মাইক্রোবাস পদ্মায় ডুবে যাওয়া ঘটনা ঘটেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার শিকার ব্যারিস্টার মনিরুল ইসলাম ও তার স্ত্রীসহ দুইজন ফরিদপুরে একটি মামলার হেয়ারিং করার জন্য যাচ্ছিলেন।
পথিমধ্যে পাটুরিয়ার ৫-নং ফেরিঘাটে তাদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রা-চ-৯৫৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।
তবে ওই ব্যারিস্টার দম্পতি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। মাইক্রোবাসচালক আব্দুস সাত্তারও সুস্থ রয়েছেন।
পদ্মায় নিমজ্জিত মাইক্রোবাসটি তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে উঠানো হয়েছে বলে জানান তিনি।
www.bbcsangbad24.com