জানুয়ারী,২৭,২০২১
এস এম নুর হোসেন,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের আসন্ন মীরকাদিম পৌরসভা নির্বাচন আনুষ্ঠানিকভাবে অনূষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রæয়ারী। বুধবার ২৭ জানুয়ারী মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মীরকাদিম পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
এদের মধ্যমেয়র পদে আবদুস ছালাম আওয়ামীলীগ থেকে (নৌকা), খন্দকার মোহাম্মদ হোসেন রেনু জাতীয় পার্টি থেকে (বাই সাইকেল) মিজানুর রহমান বিএনপি থেকে (ধানের শীষ) শহিদুল ইসলাম শাহীন স্বতন্ত্র থেকে (মোবাইল ফোন) সংরক্ষিত কাউন্সিলর মহিলা ১,২,৩,নং ওয়ার্ডে নুর জাহান শিল্পী ( অটোরিক্সা) রুবিনা ইয়াছমিন (চশমা) শিউলী ইয়াছমিন শবনব (টেলিফোন) হাসিনা পারভীন (আনারস) ৪,৫,৬, নং ওয়ার্ডে আলো বেগম (টেলিফোন) জিয়াসমিন আক্তার ময়না (চশমা) সানোয়ারা বেগম (আনারস) সালমা বেগম ( অটোরিক্সা) ৭,৮,৯,নং ওয়ার্ডে আসমা আক্তার (টেলিফোন) শাহিনা (আনারস) শিউলী বেগম (চশমা)
সাধারন কাউন্সিলর ১নং ওয়ার্ডে মাসুদ রানা (পাঞ্জাবী) মো: আব্দুল জলিল ( ডালিম) মো: গিয়াস উদ্দিন (উটপাখি) মো: জাকির চৌধুরী (পানির বোতল) ২নং ওয়ার্ডে আওলাদ হোসেন (উটপাখি) আবু তাহের মিয়া (টেবিল ল্যাম্প) মো: ইব্রাহিম (ডালিম) মো: আজম খান (পানির বোতল) মো: বাবুল মিয়া (পাঞ্জাবী) ৩নং ওয়ার্ডে আক্তার হোসেন চৌধুরী (পাঞ্জাবী) মো: কামরুল ইসলাম জাহাঙ্গীর (পানির বোতল) হাজী মো: সালাউদ্দিন দেওয়ান ( উটপাখি) মো: তাইফুর রহমান (ডালিম) ৪নং ওয়ার্ডে আব্দুল মজিদ (পাঞ্জাবী) হাজী মো: দ্বীন ইসলাম (উটপাখি) ৫নং ওয়ার্ডে বাবুল আহম্মেদ (পাঞ্জাবী) মো: ইদ্রিস আহমেদ টুলু (টেবিল ল্যাম্প) মো: পিন্টু (ডালিম) হারুন অর রশিদ (উটপাখি) ৬নং ওয়ার্ডে মরতুজ আলী হীরা (পাঞ্জাবী) মো: লিটন ( উটপাখি) শহিদুল ইসলাম (টেবিল ল্যাম্প) ৭নং ওয়ার্ডে মো: আজমান (টেবিল ল্যাম্প) মো: আবুল কাসেম হায়দার ( পাঞ্জাবী) মো: ইমরান হোসেন ( বø্যাকবোর্ড) মো: ইয়াছিন (উটপাখি) মো: সোহেল মিয়া (গাজর) শামিম আশ্রাফ (ডালিম) ৮নং ওয়ার্ডে মো: ইমরান মালেক (ডালিম) মোখলেছুর রহমান ( পাঞ্জাবী) মো: আ: রহিম বাদশা ( উটপাখি) ৯নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া (উটপাখি) মো: জাকির হোসেন সেন্টু (পানির বোতল) মো: নুরুল আমিন ( ডালিম) মো: সোহেল (পাঞ্জাবী)
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো: আরিফুল হক বিবিসি সংবাদকে বলেন, মীরকাদিম পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে শৃংখলা বজায় রেখে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে আগামী ১৪ ফেব্রæয়ারী এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আশাকরি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মুন্সীগঞ্জবাসিকে উপহার দিতে পারব যদি আইনশৃংখলা তথা সচেতনমহল আমাদেরকে সহযোগিতা করেন।
www.bbcsangbad24.com