জানুয়ারী,২৮,২০২১
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রর্থী মো: মকবুল হোসেনকে সমর্থন দিয়ে নিবার্চন থেকে সড়ে দাঁড়ালেন প্রতিদ্বন্দ্ধি কাউন্সিলর প্রার্থী আব্দুলাহ আল মামুন।
বুধবার দুপুর সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক শফিউদ্দিন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে কাউন্সিলর প্রার্থী আব্দুলাহ আল মামুন তার প্রতিদ্বন্দ্ধি কাউন্সিলর প্রার্থী মো: মকবুল হোসেনকে সমর্থন দিয়ে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: মকবুল হোসেন, কাউন্সিলর পদ থেকে প্রত্যাহারকারী আব্দুলাহ আল মামুন,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন সোহেল প্রমূখ।
এদিকে ওই দু’ কাউন্সিলর প্রার্থী ৩ নং ওয়ার্ডে নিবার্চনে প্রতিদ্বন্দ্ধিতা করছিলেন। আব্দুল আল মামুন নিবার্চন থেকে সড়ে দাঁড়ালে এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো: মকবুল হোসেনের বিপরীতে আর কোনো প্রতিদ্বন্দ্ধি থাকলো না। উল্লেখ,আগামী ৩০ জানুয়ারী মুন্সীগঞ্জ পৌরসভার নিবার্চনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
www.bbcsangbad24.com