জানুয়ারী,২৯,২০২১
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাক চাপায় দুই পথচারী নিহত হয়েছে। আজ শুক্রবার (২৯ জানুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার অংশে জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার
আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার অংশে জামালদী বাস ষ্ট্যান্ড এলাকায় কুমিল্লাগামী একটি অজ্ঞাত ট্রাক দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিদারুল ইসলাম চৌধুরী দুর্ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, দ্রুতগামী ট্রাকটি পথচারীদের চাপা দিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া
চলছে।
www.bbcsangbad24.com