ফেব্রুয়ারি ০২, ২০২১,
নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ১৪৯ জনে।
এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ৫২৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৫১২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আরো জানানো হয়, ২০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৪হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬লাখ ৭৮ হাজার ৬৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১ ফেব্রুয়ারি) দেশে মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৪৪৩ জন।
www.bbcsangbad24.com