ফেব্রুয়ারী,০৪,২০২১
“শুধু মনটাকে বেঁধে নিতে হয় মনের সাথে”
“শাহানা নাসরিন “
আমি হঠাৎ করেই আসতে চাইনি তোমার কাছে,
আমি সহসাই পেতে চাইনা তোমার প্রেম,
আমার ভালবাসা হবে ধীরস্থির,
আমার সবকিছুই পাবে, যদি স্থির থাকতে পারো।
সমুদ্র চাই না আমি, চাই না আকাশের বিশালতা।
চাই একবিন্দু বিশ্বাস, একটু সততা।
একবুক ভালবাসার জন্যে আমি ছাড়তে পারি আমার মহত্বকে।
সব প্রেমই যে প্রেম নয়, সব ভালবাসাই নয় ভালবাসা,
তবুও প্রেম পাওয়ার জন্যেই প্রেম করা আর ভালবাসার জন্যেই ভালবাসা।
এক জীবনে যতটা পথ পাড়ি দিতে হয়, ততটা ভালবাসা কি পাওয়া যায়?
যায়…. ইচ্ছে করলেই ভালবাসাকে নিজের মত করেই পাওয়া যায়।
শুধু মনটাকে বেধে নিতে হয় মনের সাথে।
(কবিতা)
www.bbcsangbad24.com