ফেব্রুয়ারি ০৭, ২০২১,
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ টিকা গ্রহণ করেন।
এসময় হানিফ আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
টিকা গ্রহণ করে অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বৈশ্বিক মহামারি করোনা থেকেও অনেকটা রক্ষা পেয়েছে। আজকের এই টিকা কার্য সারা দেশে একযোগে শুরু হচ্ছে, এটি একটি চলমান প্রক্রিয়া।
হানিফ বলেন, বিশ্ব করোনার ভ্যাকসিন যখন আবিষ্কার হয় তখনো অনেকেই নেতিবাচক ধারণা করেছিল, বাংলাদেশে ভ্যাকসিন মনে হয় আর আসবে না। আমরা সেসবকে পেছনে ফেলে বাংলাদেশে সত্যিই ভ্যাকসিন আনতে পেরেছি।
এসময় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, মানুষকে এই ভ্যাকসিনের কথা বলে বিভ্রান্তিতে ফেলতে চেয়েছিলেন। যার ফলে রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রথম এই ভ্যাকসিন নিচ্ছে। এ ভ্যাকসিন অত্যন্ত নিরাপদ ভ্যাকসিন। এটা নেওয়ার ফলে শরীরে কোনো ক্ষতি হবে না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
www.bbcsangbad24.com