ফেব্রুয়ারী,০৮,২০২১
আব্দুল হামিদ,গজারিয়া, (মুন্সীগঞ্জ:)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের একটি খালের ওপর নির্মিত ব্রিজের দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। এই ব্রীজ থেকে পরে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।
ব্রিজের উপরের অংশের ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
ব্রীজে থাকা গর্তের মধ্য বালু সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে কোন রকম জোড়া তালি। ঝুকিঁ নিয়ে চলাচল করছে স্কুল মাদ্রাসার কোমলমতি শিশুরা।কিন্তু সংস্কারের নেই কোন উদ্যোগে। ব্রীজতো নয় যেন মরন ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী।
প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ব্রীজটি দিয়ে গ্রামের স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার প্রায় ২হাজার লোকের চলাচলের রাস্তা এই ব্রীজের উপর দিয়ে। যেকোন সময় ঘটতে পারে আরো বড় ধরনের দূর্ঘটনা। তাই ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি বড়মাপের দুর্ঘটনার আগেই ভেঙে নতুন করে ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা।
নতুন করে ব্রীজের বরাদ্দ না থাকলে পুরাতন ব্রীজটি অতিদ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি ।
www.bbcsangbad24.com