ফেব্রুয়ারি ১০, ২০২১,
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন আরও দুইজন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
www.bbcsangbad24.com