ফেব্রুয়ারী,১১,২০২১
“শাহানা নাসরিন”
১.
একা আছি বেশতো আছি,
কারো শুন্যতা অনুভব করিনা,
চোখ খুলে কাউকেই খুজিনা,
কারো অপেক্ষায় রাত জাগিনা,
মিথ্যে স্বপ্ন এসে বাসা বাধেনা মনে,
প্রতারণা নেই, নেই ছলনা,
নিশ্চিন্ত জীবনযাপন আমার,
চলছে ___চলবে___
ভালইতো আছি, বেশতো আছি
তবুও মনে হয় একাই আছি,
নিঃসঙ্গ জীবন নিয়ে একাই থাকব।
২.
তবুও মানুষ ভুল করে
জেনেও করে, না জেনেও
বুঝেও করে, না বুঝেও।
আবেগ দিয়ে লালসা মিটায়
বিবেক দিয়ে বিচার করে,
ভুল করে, ভুলেও করে।
মানা দিয়ে যায়না বাধা
বিধিনিষেধ যায়না মানা
তবুও যাবেই ভ্রমের তরেই।
ভুল করেও সঠিক সে রয়
ভুলের বলি অন্য কেউ হয়
এ যেন এক স্বাধীন রীতি
চলছে যে আজ সবখানেতে।
www.bbcsangbad24.com