ফেব্রুয়ারী,১৩,২০২১
সমীর দাস,সিরাজদীখান,মুন্সীগঞ্জ:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রাজ্জাক(৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদারের বাড়ির উত্তর পার্শ্বে অবস্থিত পরিত্যক্ত কোয়াটারের ভিতরের একটি টিনের ঘর থেকে ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারে। সে বরগুনা জেলার বাবনা উপজেলার খুচনিচরা গ্রামের মোহাম্মদ আব্দুর জব্বারের ছেলে এবং ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২৯ বছর যাবৎ সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর অানুমানিক ১২ টার দিকে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদারের বাড়ির উত্তর পার্শ্বে অবস্থিত পরিত্যক্ত কোয়াটারের দোচালা ঘর সংলগ্ন এলাকায় ওই এলাকার কতিপয় পালকিওয়ালা পালকি রাখার জন্য গেলে ঝুলন্ত লাশটি দেখতে পান।
পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বুধবার ভোর সকালে হাটতে বেরিয়ে নিখোঁজ হন শিক্ষক আঃ রাজ্জাক। ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিল।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এস,এম জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
www.bbcsangbad24.com