জানুয়ারী,১৪,২০২১
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার নির্বাচনে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম প্রদ্ধতিতে হবে ভোট গ্রহন শেষ হয়েছে। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এই নির্বাচন। ১৭টি কেন্দ্রে ১০৪ বুথে ইভিএম প্রদ্ধতিতে ভোট দিয়েছে ভোটাররা।
মিরকাদিম পৌরসভা নির্বাচনে ৩৭ হাজার ৬৫৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ১৯০ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৪৬৬ জন। এর মধ্য ৬০ শতাংশ ভোটার উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেণ।
মুন্সিগঞ্জ জেলা রির্টানিং অফিসার মো. আরিফুল হক জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । ভোট গননা চলছে। আমাদের হাতে আসা বিভিন্ন কেন্দ্রের রেজাল্ট অনুসারে মেয়র পদে নৌকা এগিয়ে রয়েছে।
www.bbcsangbad24.com