মার্চ,০৮,২০২১
বিবিসি সংবাদ ডেস্ক:
জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিবিসি সংবাদ ২৪.কমের বছরের সেরা লেখক ( ছোট গল্প ও কবিতা) নির্বাচিত সুলেখা আক্তার শান্তা। আগামী প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা তিনজনকে সন্মাননা প্রদান করা হবে প্রতি বছরের ন্যায়। ২০২০-২১ (চলমান) বছরের মধ্য জুড়ি বোর্ড যাদের নির্বাচিত করেছেন তারা হলেন, ১ম পর্যায়ে কবিতা ও ছোট গল্প লেখক হিসেবে সুলেখা আক্তার শান্তা, ২য় পর্যায়ে কবিতা ও ছোট গল্প শাহানা নাসরিন রেখা, ৩য় পর্যায়ে কবিতা ও ছোট গল্প কবি এম রেজোয়ান বাদল।
১০ জন লেখকের মধ্য এই তিনজনকে নির্বাচিত করা হল। বাকীদের জন্য দোয়া ও ভালবাসা রইল আশা করি তারাও আগামীতে ভাল স্থান অর্জন করবেন। তাদের জন্য রয়েছে শান্তনামূলক উপহার ।
বিবিসি সংবাদে সকল লেখকদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
www.bbcsangbad24.com