মার্চ ১৯, ২০২১,
নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৬৪২ জনে।
এছাড়া গত একদিনে নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ১৮৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে ১৬১৮ জন; এ নিয়ে এ পর্যন্ত ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন সুস্থ হয়ে উঠেছেন।
এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৮৭টি নমুনা সংগ্রহ এবং ১৮হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ লাখ ৬৮ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৬ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২১৮৭ জন।
www.bbcsangbad24.com