মার্চ ২১, ২০২১,
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ই মার্চ) ত্রিশাল থানা থেকে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ত্রিশাল থানায় গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন। এ সময় ত্রিশাল থানার কর্মরত অফিসাররা র্যালীতে অংশগ্রহণ করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, ‘বাংলাদেশ পুলিশ সারা বাংলাদেশে একযোগে কাজ করে যাচ্ছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। নিরাপদ দূরত্বে সবাইকে চলাফেরা করতে হবে।’
স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মাস্ক পড়তে হবে। তিনি সবাইকে মাস্ক করার তাগিদ দেন।
www.bbcsangbad24.com