এপ্রিল,০৫,২০২১
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
নদী পার হওয়ার দাবিতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বিক্ষোভ-মিছিল করেছে আটকে পড়া যাত্রীরা।
আজ সোমবার ৩ নাম্বার ঘাট এলাকায় বিক্ষোভ করে তারা।
এর আগে রবিবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ার কারণে এসব যাত্রী শিমুলিয়া ঘাটে আটকা পড়ে।
সোমবার ভোর থেকে সারাদেশ সাতদিন লকডাউনের কারণে শিমুলিয়া ঘাটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এসময় আটকে পড়া দক্ষিণাঞ্চলের যাত্রীরা বলেন, গতকাল সন্ধ্যায় শিমুলিয়া ঘাটে পৌঁছালে বৈরী আহাওয়ার কারণে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরে ফেরিসহ আর কোনো নৌযান চলাচল শুরু হয়নি। ঘাটে রবিবার থেকে নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে তাদের যেনো কর্তৃপক্ষ পার করার ব্যবস্থা করেন।
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, লকডাউনের কারণে রবিবার হতে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের চাপ বেড়ে যায়। সন্ধ্যার দিকে বৈরী আবহওয়ার কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। সকাল হতে কোন ফেরি না চলায় আটকা পড়া যাত্রীরা পার হতে পারছিলনা। তাই ক্ষুদ্ধ হয়ে তারা পারাপারের জন্য বিক্ষোভ মিছিল করেছে।
তিনি বেলা ১ টার দিকে টেলিফোনে আমার সংবাদকে বলেন, বর্তমানে ঘাট এলাকায় পারাপারের জন্য ৭ শতাধিক গাড়ী অপেক্ষা করছে। এরমধ্যে ৫০টির মত যাত্রীবাহি বাস, ৪শতাধিক পন্যবাহি ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন রয়েছে। তবে কিছুক্ষণ আগে একটি ফেরি ছেড়ে গেছে।
এ বিষয়ে জানতে শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিক আহমেদ ও ব্যবস্থাপক (বাণিজ্য) মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা কালে ফোন রিসিভ করেননি।
www.bbcsangbad24.com