ফেব্রুয়ারী,০৬,২০২২
এড. আল আমিন জিকু,মুন্সীগঞ্জ:
আজ ৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টার সময় মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ ২০২২-২০২৩ এর নির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এসময় সাবেক কমিটির সভাপতি এড.মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. রোজিনা ইয়াছমিন এর সঞ্চালনায়
উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আঃমতিন, জিপি লুৎফর রহমান,এড হাবিব, এড. আর্শেদ চৌধুরী,এড. নাছির উজ্জামান খান, আলমগীর কবির,এড সিরাজুল ইসলাম পল্টু, এড শাহীন আমানউল্লাহ, এড.মোহাম্মদ আলী, এড. জাকারিয়া মোল্লা,এড তোতা মিয়া, এড. মোহাম্মদ স্বপন,এড মজিবর রহমান,এড.মাহাবুর রশিদ সবুজ,
এসময় নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি এড. অজয় চক্রবতি ও সাধারন সম্পাদক এড মাসুদ আলমসহ সকলকে শপথ বাক্য পাট করান এড মোহাম্মদ আলী
www.bbcsangbad24.com