ফেব্রুয়ারী,১৪,২০২২
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে শিশু সহ ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের পরিবার জানান।
গত ১২ই ফেব্রুয়ারী রোববার দুপুরে ওই ইউনিয়নের সুগন্ধি গ্রামের গাজী বাড়ির জয়নাল গাজীর ঘরে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ অগ্নিকান্ডে লেলিহান শিখায় পাশের আরো ৪টি বসত ঘর পুরে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় নি জয়নাল গাজীর ৩বছরের ঘুমন্ত শিশুটিও। শিশুটি আগুনে পুড়ে ছাই যায়।
স্থানীয় লোকজন জানান, আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে দেখে তাৎক্ষনিক চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ধরনা করা হচ্ছে ঘরে থাকা সিলিন্ডার গ্যাস থেকে আগ্নিকান্ডের সূত্রপাত হয়।
এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ৫টি বসতঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা ঘুমন্ত এক শিশু মারা যায়।
www.bbcsangbad24.com