ফেব্রুয়ারী,১৬,২০২২
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জের বসত বাড়ীতে হামলার অভিযোগ উঠেছে রবিউল্লাহ রুহুল (৩৮)এর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেলোয়ার খন্দকার বাদী হয়ে রবিউল্লাহ রুহুল (৩৮), সুমন (৩২) এই ২ জনের বিরুদ্ধে সিরাজদীখান থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্র নিয়ে এক ওই গ্রামের দেলোয়ার খন্দকারের বাড়ির গেইট ভাঙ্গে ভিতরে প্রবেশ করে মারধর করার চেষ্টা করে রবিউল্লাহ রুহুল ও সুমন । বাড়ীর গেইট তালাবদ্ধ থাকায় বিবাদীরা বাড়ীতে ঢুকতে না পারিয়া বসত বাড়ীর গেইটে চাপাতি দিয়ে কোপ মারিয়া ভাঙ্গার চেষ্টা করে, লোহার গেইট হওয়াতে ঘরে প্রবেশ না করতে পারিয়া বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে ।
পরে স্থানীয় লোকজন এসে রবিউল্লাহ রুহুলের লোকজন পালিয়া যায়। অভিযুক্ত রবিউল্লাহ রুহুলের পরিবার কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। দেলোয়ার খন্দকার বলেন, পূর্বশত্রুতার জেরে আজ (মঙ্গলবার) দুপুরে রবিউল্লাহ রুহুলের নেতৃত্বে প্রায় ৮-১০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়, আমি এর সুষ্ঠু বিচার চাই।
সিরাজদিখান থানার ওসি তদন্ত আজগর হোসেন বলেন , অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
www.bbcsangbad24.com