ফেব্রুয়ারী,২৭,২০২২
মোঃ নাহিদ সিকদার,আশুগঞ্জ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গত ২২ তারিখ অগ্নিকান্ডে জুবায়ের নামে ১ শিশু মৃত্যুর পরের দিন তার বাবা মককুল হোসেন,তার মার গর্ভে থাকা সন্তান এবং আজ ২৭ তারিখ তার বড় ভাই জয়ও মারা গেছে। জয় শেখ হাসিনা বার্ণ ইউনিউটের আইসিউতে মারা যান। এ নিয়ে মৃত্যের সংখ্যা ৪ জন। মকবুল হোসেন এর স্ত্রী রেখা খাতুন এখনো শেখ হাসিনা বার্ণ ইউনিউটের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ২২শে ফেব্রæয়ারী রাতে বড় ছেলে জয় মশার কয়েল ধরার জন্য দিয়াশলায় জ্বালাতে গেলে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং এলাকার লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে তখনই জুবায়ের দগ্ধ লাশ পায়। মকবুল হোসেনের বাড়ী আশুগঞ্জ উপজেলার শরফিপুর গ্রামে। তাদের মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
www.bbcsangbad24.com