Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
মুন্সীগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি
মার্চ,০১,২০২২
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে (বাকাসস) কালেক্টরেট সহকারী সমিতি সদস্যরা পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। আজ (১ মার্চ) মঙ্গলবার সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা (বাকাসস) সদস্যরা পূর্ণ দিবস কার্মবিরতি শুরু করে৷ দিনব্যাপী এ কর্মবিরতি চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
জেলা (বাকাসস) সদস্যরা কেন্দ্রীয় কমিটির সাথে একাত্বতা পোষন করে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবীতে আজ কর্মসূচী পালন করছেন।
জেলা কালেক্টরেট সহকারী সমিতি সিনিয়র সহ-সভাপতি মুহম্মদ সালাহউদ্দিন বলেন, আমাদের দাবী সমূহ সরকার মেনে নিয়েছেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় তা বাস্তবায়নে ভুমিকা রাখছে না৷ তাতে আমরা মর্মাহত। আমাদের থেকে পদবী নিচে হওয়া কর্মচারীরা, আমাদের থেকে ৫ ধাপ উপরের গ্রেডে বেতন ভাতা পান। আমরা বৈষম্য নিরসনে জন্য আন্দোলন করছি।
জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. সাইদুর রহমান বলেন, কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখা গেল ২৬শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাকাসস কমিটির নির্দেশনা সারা বাংলাদেশের সাথে একাত্মতায় প্রকাশ করে। আজ এ পূর্ণ দিবস কর্ম-বিরতি পালন করছি।
আমরা সরকারের কাছে আমাদের দাবী জানিয়েছি, তা আমাদের আশ্বাস দিয়েছেন।
আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ে আমাদের দাবীর সম্মতি না করায় আমরা আজকের কর্মসূচী পালন করছি।
www.bbcsangbad24.com