মার্চ,১৭,২০২২
“বিচিত্র কুমার”
হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
এই ভূ-খন্ডের নিশ্বাসে প্রশ্বাসে রয়েছো
উজ্জ্বল নক্ষত্র রুপে তুমি বহমান।
তুমি একাত্তরের উত্তাল দৃশ্যপট
তুমি বাঙালি জাতির গৌবর,
তোমার হৃদয়ে লুকিয়ে ছিলো
হাজার ফুলের সৌরভ।
তোমার ডাকে আমরা পেলাম
স্বাধীন একটা দেশ,
স্বর্ণ অক্ষরে তোমার আরেক নাম
সোনার বাংলাদেশ।
www.bbcsangbad24.com