এপ্রিল,০৫,২০২২
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক দুটি অভিযানে ৩মাদক কারবারিকে আটক করা হয়েছে। এবং ২জনকে কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, সোমবার বেলা সাড়ে ১২ টা থেকে ২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শহীদুল ইসলাম সোহাগ এর উপস্থিতিতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনার সময় উপজেলার বেতকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিন বেতকা গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে মাইন উদ্দিন মন্ডল (৪০) এবং সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮),কে গাঁজাসহ সেবনরত অবস্থায় আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত আসামীদের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং প্রত্যেকে ১শ’ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং অপর অভিযানে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামের মো. রশিদ মিয়ার স্ত্রী মোসা: শিরিন বেগম নুপুর (৩৫) কে, ৩১ পুড়িয়া হেরোইন সহ আটক করা হয়। জব্দকৃত ৩১ পুড়িয়া হেরোইনের ওজন ৬ গ্রাম। আটককৃত মোসা: শিরিন বেগম নুপুরের নামে টঙ্গীবাড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
www.bbcsangbad24.com