এপ্রিল,০৬,২০২২
ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে স্কুল ছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ করার দায়ে সাকিব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাকিব হলেন, সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের ফরিদ আহমেদ বিপ্লবের ছেলে।
মামলার অভিযাগে জানা যায়, এ বছরের ২৮ ই জানুয়ারি দুপুরে সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী নিজ বাড়ির গোসলখানায় গোসলের পর কাপর বদলানোর সময় ছাত্রীটি উপরের দিকে দেখতে পায় প্রতিবেশি সাকিব নামে এক যুবক মোবাইল ফোনে ভিডিও করছে। এরপর অর্ধনগ্ন ভিডিও করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। তার পর থেকে সাকিব নানাভাবে ছাত্রীটিকে ভয়ভীতি ও উত্যক্ত করে আসছিলেন। ছাত্রীটির পরিবার সাকিব ও তার পরিবারকে বিষয়টি জানালে সাকিব আরো বেপরোয় হয়ে যায়। অবশেষে মেয়েটির পিতা গত ৫ ই এপ্রিল থানায় মামলা করলে ঐ দিনই রাতে অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান ।
www.bbcsangbad24.com