মে,১২,২০২২
“ইলোরা_ইলা”
আজ দেখা দাও স্মৃতির বীণায়
সাথে আজও বাজে সেই
প্রথম দিনের চিঠি লেখার রেশ
ভুলতে পারিনা কখনও
যতই লিখে যাই হয়না
তবু কখনও হয়না শেষ।
তোমার কথা মনে পড়ে হায়
প্রথম বলেছিলে ভালোবাসি তবে কেন
যাবার বেলায় বাজিয়েছ বিদায়ের বীণা
করেছো আমার একা তবু তুমি হও সুখী।
আজ আমি একা তবে কি
সবই ছিলো মিছে আর ছলোনা
আমার চরাচরে সকলেই আছে
নিছক তুমি নাই মম পাশে।
সবই ছিলো প্রথম আর
প্রথম প্রেমের এই তো রীতি ভুলেনা
কেউ যতই হোক অপ্রতিকর
ভোলা কি গো যায় সেসব স্মৃতি।
যত দুঃখ যত কষ্ট দূরে যেতে তাই
কি মন নাহি চায় তুমি আছো আর
রবে স্মৃতিচিহ্ন আজো হবেনা শেষ
তোমার স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়ায়।
তব পাব কি তোমায় নাহি আশা নাকি
পাবো কোন নতুনত্বের ঠিকানা
তাড়িয়ে বেড়ায় সব সময় আমাকে
তুমি নস্বর তুমি অময় রবে মোর জীবনে।
www.bbcsangbad24.com