মে,১২,২০২২
“ইলোরা_ইলা”
আজ রুপ আছে তো কাল নেই
কেন কর বরাই হে মানব
রূপের মায়াতে সাজিয়েছি রূপঘর
নয়নের কুহকে যৌবনের দোলায় দুলে।
সবই নিছক রবে কিছু
হবে সবের শেষ একদিন
তোমার আশা আসলেই ছাড়িনি
নূপুরের ছন্দে নৃত্যের তালে তালে
খুঁজে বেড়াই এক আবেগী মায়ায়।
ওগো ধরা দেবে কি তুমি
আশার দীপ নীভেনা আজ
বার বার মনে হয় কি
বেঁধেছি ওগো তোমায়।
চোখে আমার রং লাগিয়ে
মনের অজান্তেই দেহে আমার ঢং জাগিয়ে
তোমার আশা আজ বাঁধী নতুন করে
এ যেন প্রণয়লীলার আলতো সুখে থাকা
এক ঝাক পায়রা রইবে মিশে।
তোমার সনে বাঁধীবো ঘর তুমি কি
পারবে সকল দ্বিধা পেরিয়ে এবার
নুতন করে আবার হাড়িয়ে যেতে
তুমি কি পারবে ইচ্ছে ডানা মেলতে
আমার সাথ তোমার যত মান অভিমান
মুছে ফেলতে।
আর আমি হয়ে যাব তোমার
কেবা রুখবে কে হায় দিয়েছি মন
এইতো জীবন হবে কি এর পরিনতি
মনরে মন আরো দেবো তোমায়
করিও যতন রেখনা হেলায় করিও যতন।
www.bbcsangbad24.com