অক্টোবর,১৯,২০২২
বিবিসি সংবাদ ডেস্ক:
গজারিয়া উপজেলার ১ নং হোসেন ইউনিয়নে আগামী দুই নভেম্বর চেয়ারম্যান পদপ্রার্থীদের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজী মাহবুব মিয়ার মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পাওয়ার ২য় দিনে শতাধিক মহিলা ভোটারদের গণ মিছিল ।
বুধবার সকাল থেকে বেলা ১টা নাগাত স্বতন্ত্র প্রার্থী হাজী মাহবুব মিয়া মোটরসাইকেল প্রতীক এর হ্যান্ডবিল হাতে হোসেন্দী ইউনিয়নের একাধিক গ্রামের মহিলা ভোটারদের গণ মিছিল অনুষ্ঠিত হয় ।
উক্ত মিছিলটি ইউনিয়ন ঘুরে ঘুরে ভোটারদের কাছে মাহবুবের মোটরসাইকেল প্রতীকে ভোট চায়। মিছিলে অংশগ্রহণ কারী রাবেয়া বেগম জানান হোসেন্দি ইউনিয়ন উপ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মাহবুব মিয়াকে চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে আমরা তার মত ভালো মানুষকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
মাহবুব হোসেনের মোটরসাইকেল প্রতীক মিছিলে, হোসেন্দী, ইসমানিচর ,গোয়ালগাঁও ,হোসেন্দী উত্তরপাড়া সহ ৪ থেকে ৫ গ্রামের সর্বাধিক মহিলা ভোটার স্বপ্রণোদিত হয়ে আনন্দে মিছিলে অংশগ্রহণ করেছে ।
নারী ভোটারদের দীর্ঘ লাইন মিছিলটিই প্রমাণ করে হোসেন্দি-বাসীর সর্বাধিক মানুষের জনপ্রিয় প্রার্থী হাজী মাহবুব মিয়া ।
www.bbcsangbad24.com