মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট সিরাজদিখান উপজেলা শাখা ৩ মাস মেয়াদী ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক পরিষদ গঠন ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ নভেম্বর বিকাল ৩টায় ঝিকুটের আয়োজনে সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে ঝিকুট উপদেষ্টা কে.এন. ইসলাম বাবুল এর সভাপতিত্বে ঝিকুট সাবেক প্রধান সমন্বয়ক রাজু মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সাবেক অধ্যক্ষ ঝিকুট পৃষ্ঠপোষক সামছুল হক হাওলাদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ সহসভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ হোসেন হারিছ, হামিদুর ইসলাম লিংকন,নাসিরউদ্দিন,আজাদ বিন নাদবী,মো: ইব্রাহিম হাওলাদার, ঝিকুট কেন্দ্রীয় পরিষদের নারী বিষয়ক সম্পাদক আফসানা হাই তন্দ্রা, সদস্য শামীম হাওলাদার, মো. নিরব, শাহিদা আক্তার, আমিনুল ইসলাম প্রমুখ।