বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সৌম্য সরকার

Estimated read time 1 min read

  জুন ৩,২০২৪

ক্রীড়া প্রতিবেদক

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ মিশনে ডালাসের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৮ জুন মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি যেমনই হোক, বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই মাঠে নামবে টাইগাররা। 

সবশেষ দল হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ নিয়ে দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি। সোমবার (৩ জুন) ছিল টাইগার ওপেনার সৌম্য সরকার। সেখানে সৌম্য জানিয়েছেন, নিজের স্বপ্ন আর লক্ষ্যের কথা। বললেন, বিশ্বকাপ খেলা গর্বের, স্মরণীয় কিছু দিতে চান দলকে।

ভিডিওতে সৌম্য বলেন, ‘খেলোয়াড় হিসেবে যেকোন বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’

এবার বিশ্বকাপে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক প্রসঙ্গে সৌম্য বলেন, ‘শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’ 

পুরো দলের বেশিরভাগই যখন সুপার এইট বা সেমির কথা বলেছেন, সেখানে সৌম্য স্বপ্ন দেখেন চ্যাম্পিয়ন হওয়ার, ‘সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’ 

www.bbcsangbad24,com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author