কাজে ফেরার আহ্বান জানিয়ে আনসারদের যে বার্তা দিলো সরকার

Estimated read time 1 min read

আগস্ট ২৪,২০২৪

নিজস্ব প্রতিবেদক

চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েক দিন ধরে ঢাকার রাজপথে আন্দোলন করছেন আনসার সদস্যরা। আকস্মিক বন্যায় মানুষ যখন দিশেহারা তখনও তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন। এতে একদিকে বাড়ছে ভোগান্তি, অন্যদিকে সমালোচনাও হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ আনসারদের পক্ষ থেকে দেওয়া দাবি-দাওয়া সরকার মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করছে জানিয়ে অবিলম্বে তাদের কাজে ফেরার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ কারও করা উচিত হবে না। এ পরিপ্রেক্ষিতে সব সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।

এ ছাড়া মুষ্টিমেয় উসকানিদাতা এ সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না।

আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি-দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো- সাধারণ আনসারদের তিন বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না।

সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়া পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে সাত কার্য দিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে। ওই কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে। আশা করি, এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author