চাঁদপুরের শাহারাস্তিতে উজানের পানিতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

Estimated read time 1 min read

আগস্ট ২৮,২০২৪

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহারাস্তি উপজেলায় উজানের পানি নেমে গত দুই দিনে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় পাঁচ শতাধিক পরিবার।

সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে অধিকাংশ বাড়িঘর পানির নিচে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। একই সময়ে তলিয়ে গেছে মাছের ঘের এবং গবাদি পশুর ঘর।

সূচিপাড়া ডিগ্রী কলেজে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আড়াই শতাধিক মানুষ। তারা গত তিনদিন এই আশ্রয় কেন্দ্রে পরিবার-পরিজন নিয়ে আছেন। সাথে নিয়ে এসেছেন গবাদি পশুসহ হাঁস মুরগি।

আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ারা বলেন, বাড়ি ঘরে পানি উঠে যাওয়ার কারণে বৃদ্ধা মাসহ পরিবার-পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে এসেছি। কবে পানি কমবে সেই চিন্তায় আছি।

এক গৃহবধূ বলেন, আমরাও শিশুদেরকে নিয়ে গত দুই দিন এই আশ্রয় কেন্দ্রে আছি। আমাদের বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে। এখন কি অবস্থায় আছে তাও জানিনা।

পার্শবর্তী খেরিহর গ্রামের লোকজন জানান, আমাদের গ্রামের সব বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। আমাদের দেখার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি। আমরা সরকারের সহযোগিতা কামনা করি।

আজকে চারদিন আমাদের এলাকায় পানি। কুমিল্লা ও ফেনীর পানি আমাদের এলাকায় চাপ দেয়ায় ঘরবাড়ি তলিয়ে গেছে। ডাকাতিয়া নদী দিয়ে বানের পানি প্রবাহিত হলেও এখন পর্যন্ত কমছে না।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, উপজেলার দক্ষিনে ছয়টি ইউনিয়নে পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এই পর্যন্ত পাঁচশতাধিক পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয় কেন্দ্রে আরো পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা এসব লোকদের সহযোগিতায় কাজ করছি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author