আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ

Estimated read time 1 min read

  সেপ্টেম্বর ৫,২০২৪

নিজস্ব প্রতিবেদক

গণ-অভূত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারাদেশে ‘শহীদ মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কর্মসূচি শুরু হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন সমন্বয়ক সারজিস আলম। এসময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সমন্বয়ক সারজিস বলেন, “এদিন সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এ কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহীদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।”

মার্চ কর্মসূচিটি প্রথমে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ রাজুবাস্কার্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই ‘শহীদ মার্চ’ শেষ হবে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author