কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ত্রুটি, ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল

Estimated read time 1 min read

অক্টোবর ১,২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে । এ কারণে সোমবার (৩০ সেপ্টেম্বর) নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, “গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। ফলে সোমবার যে চেকগু‌লো এসেছে, তার ক্লিয়ারিং করা সম্ভব হয়‌নি।”

হোসনে আরা শিখা আরও বলেন, “সার্ভারের সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।”

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি ধরা পড়ে। রাত ২টা পর্যন্ত সমাধানের চেষ্টা করেও সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author