অনির্দিষ্টকালের এইচএসসি পরীক্ষা জন্য স্থগিত ঘোষণা

Estimated read time 1 min read

আগস্ট ৭,২০২৪

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলোব অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ।

বুধবার (৭ আগস্ট)  শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলীর স্বক্ষর করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

এর আগে কোটা সংস্কারের আন্দোলতনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার কারণে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। ৩ দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।

গেল ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author