আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশ নিয়ে: সারজিস আলম

Estimated read time 1 min read

সেপ্টেম্বর ১০,২০২৪

নারায়নগঞ্জ প্রতিনিধি

আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে উল্লেখ করে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যার নেতৃত্ব দেবে তরুণ সমাজ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে ওসমানী পৌর স্টেডিয়াম ময়দানে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যখন প্রয়োজন হবে তখন রাজপথে থাকব, স্লোগান দেব। যখন প্রয়োজন হবে তখন মা বাবাকে বলে জীবনবাজি রেখে রাজপথে নেমে যাব। যখন প্রয়োজন হবে তখন শেখ হাসিনার মতো যেকোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করব। যখন প্রয়োজন হবে তখন এই চব্বিশের মতো আরও গণঅভ্যুত্থান ঘটাব। তবে এ জন্য তরুণ সমাজকে মেধাবী হিসেবে গড়ে উঠতে হবে।”

তিনি বলেন, “আমাদের যে ভাইকে কিশোর গ্যাং বলে অভিহিত করা হয় তারা তো কিশোর। তাদের তো অভিজ্ঞতা, জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু যারা তাদেরকে ব্যবহার করছে তাদের উদ্দেশ্য স্পষ্ট। তারা আমাদের এই ভাইদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়।”

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author