জয়পুরহাটে মোবাইল কিনে না দেওয়াই কিশোরের আত্মহত্যা

Estimated read time 1 min read

অক্টোবর ,০৩,২০২৪

 ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল ফোন কিনে না দেওয়াই বাবা মার উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মোরছালিন (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ঐ গ্রামের মীর শহীদ মন্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জানায়, সকালে মোরছালিন তার বাবা মায়ের নিকট  স্মাট ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরলে তাকে ভৎসনা করে। এরপর তারা বাড়ির বাহিরে সাংসারিক কাজের জন্য বের হয়ে যায়। এ সময় সে নিজ ঘরে শুয়ে ছিলো। এরই মাঝে কোন এক সময় মোরছালিন তার  বাবা মার অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাহির থেকে মোরছালিনেন বাবা মা এসে ঘরের দরজা আটকানো দেখে ডাকাডাকি করে। কিন্তুু কোন সাড়া শব্দ না পাওয়াই ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে সে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে।

তিনি আরো জানান কিশোর মোরছালিন একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author