ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৭৮৮টি মামলা, জরিমানা ৩৩ লাখ

Estimated read time 1 min read

সেপ্টেম্বর ৩০,২০২৪

নিজস্ব প্রতিবেদক

একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৭৮৮টি মামলা এবং ৩৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি থেকে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৮৮টি মামলা এবং ৩৩ লাখ ২০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং ও ৭০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাত-দিন কাজ করছে।”

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author